• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে

একই অনুষ্ঠানে উপস্থিত সাকিব-তামিম

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৪  

দেশের ক্রিকেটের অন্যতম বড় দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তাদের বন্ধুত্বের কথা ছিল সর্বজনবিদিত। অথচ দুইজনের সম্পর্কে এখন চিড়। ক্রিকেট সমর্থকরা অপেক্ষায় থাকেন কখন একে অপরের মুখোমুখি হবেন এ দুই তারকা, করবেন একে অপরের সঙ্গে কুশল বিনিময়।
আজকাল দুই বন্ধুর দেখা হয়। কুশল বিনিময়ও হয়। কিন্তু আগের মতো আর কথা হয় না। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েসের ডাকে ফের একই অনুষ্ঠানে উপস্থিত দেশের সেরা দুই তারকা। যদিও অনুষ্ঠানে দুজন বসেছেন বেশ খানিকটা দূরত্ব নিয়ে।

রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে মিরাজ-কায়েসের ব্যাট কোম্পানি এমকেএসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সাকিব-তামিম। এদিন সাকিব-তামিমের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

কায়েস-মিরাজের ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএস সম্প্রতি আইসিসির কাছ থেকে অনুমোদন পেয়েছে। চলতি বছর যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটারদের স্পন্সরও ছিল এই প্রতিষ্ঠান। আজ আনুষ্ঠানিকভাবে যার উদ্বোধন করতে হাজির হয়েছেন তারকা ক্রিকেটাররা।

অনুষ্ঠানের শুরুতে তামিম স্টেজে উঠে এমকেএস ব্যাট সম্পর্কে ভালো দিক তুলে ধরেন। এরপর জানান সতীর্থদের প্রতি শুভকামনা। পরে একে একে খালেদ মাহমুদ সুজন, জালাল ইউনুস, মাহমুদউল্লাহ রিয়াদ স্টেজে উঠে শুভকামনা জানান। এক পর্যায়ে সাকিবও শুভকামনা জানান।

সাকিব-তামিম ছাড়াও জাতীয় দলের আরো অনেক ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স সদস্য মোহাম্মদ রিজওয়ানও উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে।