• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪  

প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলে আছেন কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ট্রেন্ট বোল্ট, রয়েছেন টিম সাউদিও। সোমবার (২৯ এপ্রিল) দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

এ বিশ্বকাপটি হবে উইলিয়ামসনের ষষ্ঠ আসর, অধিনায়ক হিসেবে চতুর্থ। ঘোষিত স্কোয়াডে তার চেয়ে বেশি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে টিম সাউদির। এ পেসারের এটা হবে সপ্তম আসর। ১৫৭ উইকেট নিয়ে সাউদি সংক্ষিপ্ত ফরম্যাটের সর্বোচ্চ উইকেটশিকারি, ১৪০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলের ১৩ জনই ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন। ৬ জন খেলেছেন ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি, এমন সদস্য দলে দুজন আছেন। তারা হলেন- ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র।

ইনজুরি ব্যাকআপ হিসেবে দলের সঙ্গে ভ্রমণ করবেন বেন সিয়ার্স।

ইনজুরির কারণে দলে নেই অ্যাডাম মিলনে, একই কারণে বাদ পড়েছেন কাইল জেমিসনও।

নিউজিল্যান্ড দল
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।