• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

বিশ্বসেরা অল-রাউন্ডারের তালিকায় মাহমুদউল্লাহ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮  

অনেকে বছর ধরেই ক্রিকেটের তিন ফরম্যাটেই বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। মাঝেমধ্যে উত্থান-পতন হয়। যেমন এখন ওয়ানডে আর টি-টোয়েন্টিতে দুই নম্বরে আছেন। তবে দ্রুতই যে নিজের শীর্ষস্থান দখল করবেন সাকিব, তা চোখ বুজে বলে দেওয়া যায়। বিশ্বসেরার তালিকায় এবার তার সঙ্গী হয়ে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। হ্যাঁ, উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অভূতপূর্ব উন্নতি হয়েছে সিনিয়র এই তারকার।

আসন্ন আইপিএলের নিলামে অল-রাউন্ডার কোটায় ছিল মাহমুদউল্লাহর নাম। কিন্তু তারকাদের ভিড়ে তার নাম নিলামে ওঠানোই হয়নি। তাছাড়া উইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারলেও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বেশ ভালো উন্নতি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। সদ্য সমাপ্ত সিরিজে  ব্যাটে ৬৬ রানের সঙ্গে ৫ উইকেট শিকার করেছেন মাহমুদউল্লাহ। এতে তিনি ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন আর বোলার হিসেবে ১৭ ধাপ এগিয়ে এসেছেন ৫১ নম্বরে।

 

দুই সেকশনেই উন্নতির কারণে মাহমুদউল্লাহ এগিয়ে গেলেন অল-রাউন্ডারদের র‍্যাংকিংয়েও। বর্তমানে টি-টোয়েন্টির ৪ নম্বর অল-রাউন্ডার তিনি। রেটিং পয়েন্ট ২৪০। ২৪ রেটিং পয়েন্ট বেশি নিয়ে তিন নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি। ৩১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আফগানিস্তানের মোহাম্মদ নবি। তিন ম্যাচে ১০৩ রান এবং ৮ উইকেট নেওয়া সাকিব নবীকে টপকে ৩৩৯ রেটিং পয়েন্ট নিয়ে আছেন দুইয়ে। ৩৬২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।