• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ পরাজয়ের শঙ্কায় উইন্ডিজ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ জুলাই ২০২০  

সিরিজ জিততে হলে ৪০০ রান করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু ইংল্যান্ডের দেওয়া সেই পাহাড়সম রান তাড়া করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ইনিংস শুরু করে স্কোরবোর্ডে মাত্র ১০ রান যোগ করতেই দুই টপ-অর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে বসেছে সফরকারী দল। সোমবার (২৭ জুলাই) ব্যাটিংয়ে চতুর্থদিন শুরু করবেন উইন্ডিজের দুই ব্যাটসম্যান ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট (২) ও শাই হোপ (৪)।  

আগেরদিনের শেষদিকে আবারও অগ্নিমূর্তি ধারন করেন স্টুয়ার্ট ব্রড। তার জোড়া আঘাতে দলকে খাদের কিনারে ঠেলে দিয়ে সাজঘরে ফেরেন জন ক্যাম্পবেল (০) ও কেমার রোচ (৪)। এর আগে ৬ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস একাই ধ্বসিয়ে দিয়েছিলেন এই ইংলিশ পেসার। এই নিয়ে টেস্ট ক্যারিয়ারে ৪৯৯ উইকেট পেলেন ব্রড। প্রথম টেস্টে দলের বাইরে থাকলেও শেষ দুই ম্যাচে ১৪ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি এখন তিনি।  

জয় পেতে হলে ম্যানচেস্টারে চলমান সিরিজের শেষ ম্যাচে আরও ৩৮৯ রান করতে হবে উইন্ডিজকে। প্রথম ইনিংসে তারা অলআউট হয়েছিল মাত্র ১৯৭ রানে।  

প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট হওয়া ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ২২৬ রান করে ৩৯৯ রানের টার্গেট দিয়ে ইনিংস ঘোষণা করে। তৃতীয়দিন ব্যাটিংয়ে ক্যারিবিয়ানদের পরীক্ষা নেন ইংলিশদের তিন টপ-অর্ডার ব্যাটসম্যান।  

রোরি বার্নস, ডম সিবলি ও জো রুট তিনজনই পেয়েছেন ফিফটি। তার মধ্যে সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থাকতে রোস্টন চেজের বলে বার্নস আউট হওয়ার পরপরই ইনিংস ঘোষণা করে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক রুট। দু’দলের তিন টেস্টে এখন পযর্ন্ত  সমতা রয়েছে ১-১ ব্যবধানে।