• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা

এই প্রথম কোনো দলকে ফলোঅন করালো বাংলাদেশ

ইনিংস জেতার হাতছানি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

বাংলাদেশের টেস্ট খেলার বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে কদিন আগেই। এই ১৮ বছরে ১১১টি টেস্ট ম্যাচ খেলে ৮৩টিতে হারলেও বাংলাদেশের ঝুলিতে জমা হয়েছে ১১টি জয়। এই সময়ের মাঝে একবারই প্রতিপক্ষকে ফলোঅনে ফেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেটা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে।

সেবার অবশ্য জিম্বাবুয়েকে ফলোঅন করায়নি স্বাগতিকরা। ফলে ইনিংস ব্যবধানে জেতার সুযোগও হয়নি। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো প্রতিপক্ষকে ফলোঅনে ফেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ উইন্ডিজ। জিম্বাবুয়েকে না করালেও এবার উইন্ডিজকে ঠিকই ফলোঅন করাচ্ছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে ১৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জেতার হাতছানি বাংলাদেশের সামনে।

উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে স্কোরকার্ডে ৫০৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সাকিব আল হাসানের দল। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্পিন-বিষে নীল হয় উইন্ডিজ। টেস্টের দ্বিতীয় দিন বিকেলে মাত্র ২৯ রানেই পাঁচ উইকেট হারায় সফরকারীরা।

ফলোঅন এড়াতে সফরকারীদের প্রয়োজন ছিল ৩০৯ রানের। তবে তৃতীয় দিনও কোনো প্রতিরোধ গড়তে পারেনি উইন্ডিজ। ডানহাতি অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ নেন সাত উইকেট। আর অধিনায়ক সাকিব নেন তিনটি উইকেট। এই দুজনের স্পিন ঘূর্ণিতে ১১১ রানেই গুটিয়ে যায় উইন্ডিজের প্রথম ইনিংস।

সফরকারীদের প্রথম ইনিংস শেষ হতেই বাংলাদেশ অধিনায়ক সাকিব জানিয়ে দেন তার সিদ্ধান্ত। ৩৯৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে উইন্ডিজ।