• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

শরীয়তপুর বার্তা

ঝালকাঠিতে ২৭ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৪  

ঝালকাঠি পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের ১৬টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে ফলক উন্মোচন করে এ প্রকল্পগুলোর নির্মাণ কাজের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং লোকাল গভরমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্পের আওতায় সাইক্লোন শেল্টার, আরসিসি রাস্তা, আরসিসি ড্রেন ও ব্লক রাস্তা নির্মাণের মোট ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৫২ লক্ষ ৫৯ হাজার টাকা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন। এছাড়া এ সময়ে পৌরসভার কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।