• বুধবার   ২২ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৮ ১৪২৯

  • || ২৯ শা'বান ১৪৪৪

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
নতুন বাজার খুঁজে বের করতে বললেন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সক্ষম হয়েছি দেশের সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলছি দুর্নীতি প্রতিরোধে দুদককে সর্বাত্মক প্রয়াস চালানোর নির্দেশ সরকারের পদক্ষেপের ফলে প্রায় শতভাগ শিশু ভর্তির হার অর্জিত হয়েছে ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী উন্নয়ন অগ্রযাত্রায় জনগণের সুস্বাস্থ্য অপরিহার্য পূর্বশর্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জঙ্গিদের নেটওয়ার্ক ধরতে সক্ষম হয়েছে র‌্যাব: প্রধানমন্ত্রী

মুলাদীতে আসামী ধর‌তে গি‌য়ে সিআইডি পুলিশের উপর হামলা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

বরিশালের মুলাদীর মনির হত্যা মামলার আসামী গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দুই সদস্য। সোমবার রাতে মুলাদী উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে বলে হামলার শিকার সিআইডির এসআই রুহুল আমিন জানিয়েছেন।

তিনি জানান, মুলাদীর মনির হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে সন্দেহভাজন আসামী আব্বাস হাওলাদারকে গ্রেপ্তারের জন্য তার অবস্থা পর্যবেক্ষন করতে মীরগঞ্জ ফেরিঘাটের পন্টুনে অবস্থান নেন। এসময় আসামীর স্বজনরা সিআইডি পুলিশের জ্যাকেট পরিহিত অবস্থায় দেখে তাদের ঘেরাও করে ধরে। তখন ধস্তাধস্তিতে তিনি ও কনস্টেবল আব্দুল হাকিম আহত হয়েছেন। এই ঘটনায় থানায় কোন অভিযোগ দেয়া হয়নি জানিয়ে এসআই রুহুল আমিন বলেন, উর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুলাদী উপজেলার চর কমিশনার এলাকার রব হাওলাদারের ছেলে আব্বাস হাওলাদারকে গ্রেপ্তারে অভিযান করে সিআইডি পুলিশ। এসময় আব্বাসের ভাইসহ তার ৬/৭ জন বন্ধু এসে সিআইডি পুলিশকে বাঁধা দেয়। এ সময় তাদের সাথে সিআইডি পুলিশের হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এই সুযোগে আসামী আব্বাস পালিয়ে গেছে। ধস্তাধস্তিতে সিআইডি পুলিশের এসআই রুহুল হাতে জখম হয়েছে। কনস্টেবলও আহত হয়। পুলিশের পক্ষ হয়ে স্থানীয়রা এগিয়ে এলে আসামীর ভাই ও বন্ধুরা পালিয়ে গেছে।

প্রসঙ্গত, গত বছ‌রের ২৪ মে সকাল ৯টায় মুলাদীর চর কমিশনার গ্রামের ঘেরের পাশে দুই সন্তানের জনক মনির হাওলাদারের (২২) চক্ষু উৎপাটন ও জবাই করা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মনিরের ছোট ভাই পারভেজ হাওলাদার বাদী হয়ে ১১ জনকে নামধারী আসামী করে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ৪ জুলাই মামলা তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়।