• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মোবাইলে গেম খেলা নিয়ে দ্বন্দ্বে বন্ধুকে হত্যা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

বাগেরহাটের মোল্লাহাটে কিশোর ভ্যানচালক সাব্বির শেখ হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যার সঙ্গে জড়িত একমাত্র আসামি সাব্বিরের বন্ধু গ্যারেজ মেকানিক মো. ফেরদৌসকে গ্রেফতার হয়েছে। মোবাইলে গেম ফ্রি ফায়ার খেলার দ্বন্দ্বে সাব্বিরকে হত্যা করে ফেরদৌস।  
মঙ্গলবার বিকেলে পিবিআই বাগেরহাট কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে পিবিআই বাগেরহাটের পুলিশ সুপার মো. আব্দুর রহমান এ সব তথ্য জানান।

গ্রেফতার ফেরদৌস বাগেরহাটের সদর থানার ডিংসাইপাড়া এলাকার মো. মনিরুল শেখের ছেলে। হত্যার শিকার সাব্বির শেখ খুলনার তেরখাদা উপজেলার কুশলা গ্রামের শেখ বোরহানের ছেলে।

পিবিআই বাগেরহাটের পুলিশ সুপার মো. আব্দুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্যারেজ মেকানিক ফেরদৌস ভ্যানচালক সাব্বির শেখকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ফেরদৌসকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ছাব্বির নিখোঁজ হওয়ার দুই দিন পরে গত ১১ জানুয়ারি তেরখাদা থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা শেখ বোরহান। ১৭ জানুয়ারি ছোট কাচনার শেখ ওবায়দুর রহমানের গোডাউনের নিচ থেকে শেখ সাব্বিরের পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। সাব্বিরের বাবা পরনের কাপড় দেখে মরদেহ শনাক্ত করেন। পরে ২৩ জানুয়ারি তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন সাব্বিরের বাবা। পরবর্তীতে মামলাটি পিবিআই তদন্ত শুরু করে। এক সপ্তাহের মধ্যে হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করতেকার হয়।