• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:

মুনাফা ছাড়াই চাল বিক্রি করেন ঝালকাঠির শাহাদাত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

পবিত্র রমজান মাসে দেশে দেশে মূল্যছাড়ের হিড়িক পড়ে গেলেও বাংলাদেশে ঘটে তার উল্টোটা। নানা কৌশলে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সারা বছরের মুনাফা করার মাস যেন এটাই! বাজারে দ্রব্যমূল্যের যখন ঊর্ধ্বগতি, এরই মাঝে ভিন্ন কিছু করে দৃষ্টান্ত স্থাপন করলেন ঝালকাঠির ৩৫ বছর বয়সি শাহাদাত ফকির।

দীর্ঘ চার বছর ধরে প্রতি রমজানে মাসজুড়ে কোনো প্রকার মুনাফা ছাড়াই কেনা দামে চাল বিক্রি করে উদাহরণ তৈরি করেছেন ঝালকাঠির নলছিটি পৌর শহরের খাসমহল এলাকায় মুনত্বাকিম ট্রেডার্সের এ স্বত্বাধিকারী। চাল ব্যবসায়ী শাহাদাত ফকির সময় সংবাদকে বলেন, ‘রমজান রহমতের মাস। এ মাসে ক্রেতার জন্য এমনটা করতে পেরে আত্মতৃপ্তি পাই।’

গত বছর এক হাজার বস্তা চাল বিক্রি হয়েছিল জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার দোকানে প্রায় সব ধরনের চাল রয়েছে। সব চালই মুনাফা ছাড়া কেনা দামে বিক্রি করছি। চার বছর ধরে শুরু হওয়া এ উদ্যোগ অব্যাহত রাখতে সবার দোয়া চাই।’

রাকিব হোসেন নামে দোকানে আসা এক ক্রেতা বলেন, রমজান এলেই জিনিসপত্রের দাম বাড়ানোর প্রতিযোগিতা শুরু হয়। সেখানে ব্যতিক্রমী নজির স্থাপন করেছেন এ যুবক। রমজানে সাধারণ ক্রেতার কষ্টের কথা চিন্তা করে কেনা দামে চাল বিক্রি করছেন তিনি। যে দামে কেনা, ঠিক সে দামেই বিক্রি। এক পয়সাও লাভ ছাড়াই চাল বিক্রি করছেন তিনি। কম দামে চাল কিনতে পেরে খুশি ক্রেতারাও।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ বলেন, ‘এমন ভালো উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এমন ভালো কাজ করতে সবাইকে আমারা উৎসাহিত করি।’