• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি হানিফ, সাধারণ সম্পাদক তাজুল

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪  

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে (২০২৪-২০২৫) আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীরা ১৪টি পদে এবং বিএনপি–সমর্থিত প্রার্থী একটি পদে জয়ী হয়েছেন। তাঁদের মধ্যে সভাপতি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ–সমর্থিত মো. হানিফ মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. তাজুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

আওয়ামী লীগ–সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বিজয়ী অন্য প্রার্থীরা হলেন  সহসভাপতি ছাইদুর রহমান ছাইদ, যুগ্মসাধারণ সম্পাদক জামাল ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে রাধা রানী দে এবং নির্বাহী সদস্য পদে মো. কবির হোসেন খোকন, আমিনুর রহমান মোল্লা, সানোয়ার হোসেন মল্লিক, স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন, মো. বিল্লাল হোসেন মাঝি ।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন- সিনিয়র সহসভাপতি পদে আলমগীর হোসেন হাওলাদার, অর্থ-সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, লাইব্রেরি সম্পাদক মো. রেজওয়ানুল হক হাসান সানি, অডিট সম্পাদক আসাদুল ইসলাম শুভ্র।

অন্যদিকে বিএনপি–সর্বদলীয় ঐক্য প্যানেলের বিজয়ী প্রার্থী হলেন বিএনপি -সমর্থিত সহসাধারণ সম্পাদক মনোয়ার হোসেন।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা ৭টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী রাশেদুল হাসান মাসুম। এবারের নির্বাচনে ২৮৫ জন ভোটারের মধ্যে ২৭২ জন ভোট দিয়েছেন।