• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুর-৩ আসনে নাহিম রাজ্জাকের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮  

 

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধিঃ

শরীয়তপুর-৩ আসনের (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জের আংশিক) আওয়ামী লীগের প্রার্থী নাহিম রাজ্জাক তার নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা ঘোষনা করেছেন। শনিবার বি‌কে‌লে তার ডামুড্যার বাসভবনে সংবাদ সস্মেলন করে এ পরিকল্পনা ঘোষনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ডামুড্যা পৌরসভার মেয়র হুমায়ুন কবীর  বাচ্চু ছৈয়াল, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর মাঝি। 

নাহিম রাজ্জাক আওয়ামী লীগের প্রায়ত নেতা আব্দুর রাজ্জাকের ছেলে। তার মৃত্যুর পর ২০১২ সালে উপ নির্বাচনে নাহিম রাজ্জাক সাংসদ হন। ২০১৪ সালেও তিনি সাংসদ হন।

সংবাদ সম্মেলনে নাহিম রাজ্জাক প্রথমে তার বাবার বিভিন্ন উন্নয়নমূলক কাজের বর্ননা দেন। তারপর তার সময়কার সাত বছরের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। এরপর তিনি নির্বাচিত হলে নির্বাচনী এলাকায় কি কি উন্নয়ন করা হবে তা তুলে ধরেন।

নাহিম রাজ্জাক বলেন, স্বনির্ভর শরীয়তপুর গড়ার লক্ষ্যে আগামী পাঁচ বছর কাজ করে যাব। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুতায়ন, পরিকল্পিত নগরায়ন, কর্মসংস্থান সৃষ্টি করা হবে। গোসাইরহাটে ৩০০ একর জমির উপরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়া হবে। পর্যটন কেন্দ্র, নৌবন্দর স্থাপন করা হবে। মংলা, পায়রা বন্দর, স্থলবন্দর বেনাপোল ও ভোমরার সাথে চট্রগ্রাম অঞ্চলের সাথে আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থার নেটওয়ার্ক গড়ে তোলা হবে। গোসাইরহাট ও ডামুড্যায় দুটি স্যাটালাইট শহর স্থাপন করা হবে। এলাকার সংস্কৃতি ও ক্রিড়ায় আধুনিকায়ন করার জন্য শিল্পকলা ও স্টেডিয়াম নির্মাণ করা হবে।