• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তা বিশ্বব্যাপী স্বীকৃত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেছেন, বাংলাদেশের সামাজিক সূজকে অগ্রগতি এখন অনেক দেশের জন্য উদাহরণ। এক সময়ের তলাবিহীন ঝুড়ি এখন মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তা বিশ্বব্যাপি স্বীকৃত হচ্ছে। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের অর্থনীতির উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উল্লেখযোগ্য ভুমিকা রয়েছে। অর্থনীতির প্রবৃদ্ধি অর্জনে এসএমই গুরুত্বপুর্ন অবদান রেখে আসছে। দেশে বর্তমানে কুটিরশিল্পসহ প্রায় ৭৮ লাখ অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প রয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগ হতে এসএমই নীতিমালা ২০১৯ অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় আয়ে এ খাতের অবদান ২৫ থেকে ৩২ শতাংশ। আমাদের সার্বিক অর্থনীতির উন্নয়নে গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।
জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শিল্পকে উৎসাহ জোগাতে দেশব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজন নির্দেশ দিয়েছেন। তারই অংশ হিসেবে আগামী ২৯ জানুয়ারী থেকে ৪ ফেব্রুয়ারী পর্যন্ত শরীয়তপুরে আঞ্চলিক এসএমই পণ্য  মেলা জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে অনুষ্ঠিত হবে।
মেলা উপলক্ষে আজ ২৭ জানুয়ারী সংবাদ সম্মেলন সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবুতাহের  এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এর সভাপতিত্বে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুল হাসান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবিদা আফসারী, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে ও শরীয়তপুর বিসিকের উপ পরিচালক মনির আহমেদ।
এবার  মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক এসএমই পণ্য নিয়ে বিভিন্ন স্টল অংশগ্রহণ করবে বলে জানানো হয়।