• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ব‍্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে পুলিশ সুপারের মতবিনিময়

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০  

শরীয়তপুর প্রতি‌নি‌ধিঃ "মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার" এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে শরীয়তপুরে 'দি চেম্বার অব কমার্স এ‍্যান্ড ইন্ডাস্ট্রি এবং থানা পর্যায়ে বনিক সমিতি ও বাজার ব‍্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান-এর মতবিনিময় অনুষ্ঠিত হয়। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার(গোসাইরহাট সার্কেল) তানভীর আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার(ভেদরগঞ্জ সার্কেল) মো: আমিনুর রহমান, নড়িয়া উপজেলা চেয়ারম্যান ও 'দি চেম্বার অব কমার্স এ‍্যান্ড ইন্ডাস্ট্রি'-এর জেলা প্রেসিডেন্ট এ কে এম ইসমাইল হক, দি চেম্বার অব কমার্স এ‍্যান্ড ইন্ডাস্ট্রি'-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস ছালাম বেপারী, ভাইস প্রেসিডেন্ট ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলামসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বনিক সমিতির ব‍্যবসায়ীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান বলেন, জেলার সকল জায়গায় আইনশৃঙ্খলা নিরাপত্তা জোড়দার করতে হবে। সকল বাজারগুলো সিসি ক‍্যামেরার আওতায় আনতে হবে। এজন‍্য পুলিশ  ও ব‍্যবসায়ী সমিতি সমন্বয়ে কমিটি করতে হবে। সকল বাজার নিয়ন্ত্রণ করতে থানাভিত্তিক কন্ট্রোল রুম থাকবে। আর এ সকল কাজে সার্বিক সহযোগিতা করার জন‍্য ব‍্যবসায়ীদের সহায়তা কামনা করেন পুলিশ সুপার।