• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

শরীয়তপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ " ক্ষুদা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে,সেবা ও সুযোগ প্রন্তজনে" এ প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয়ে যৌথ উদ্যোগে জাতীয়  সমাজসেবা দিবস ২০২১  পালিত হয়েছে।

শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফয়জুল বারির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) তানভীর হায়দার শাওন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও  শরীয়তপুর প্রেসক্লাবে সভাপতি অনল কুমার দে, সিভিল  সার্জনের প্রতিনিধি ডাঃ সৈয়দা শাহিনুর নাজিয়া, মুক্তিযুদ্ধাদের প্রতিনিধি হাজি আবদুর রাজ্জাক সরদার। জেলা সমাজসেবা কার্যালয়ে রেজিষ্টেশন অফিসার উজ্জল মুন্সীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নজরুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ে ইউডি পিজুষ দত্ত, দৃষ্টি প্রতিবন্ধী তৃর্নমূল দৃষ্টিপ্রতিবন্ধী কল্যান সমিতির সভাপতি মোঃ নাইম ইসলাম ও সম্পাদক  আবদুল মালেক।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন বলেন, জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর থেকে সমাজসেবা অধিদপ্তরের ব্যাপক উন্নয়ন ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন। সরকার সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য,বিধবা,বয়স্ক,মুক্তিযুদ্ধাসহ পিছিয়ে পরা মানুষদের জন্য ৯ টি ক্যাটাগরিতে ভাতা দিচ্ছে সরকার। যা অতীতে কোন  সরকারই করেনি। আপনারা জানেন শুধু প্রধানমন্ত্রীই নয় তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব ব্যাপি অটিজম বা অটিস্টিকদের নিয়ে কাজ করছে। আলোচনার পরে দৃষ্টি  প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি, শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ভাতা ভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়।