• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

শরীয়তপুর বার্তা

অবৈধ প্রক্রিয়ায় মজুদ করা ৭৫০ কেজি ওএমএস চাল জব্দ ও জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদরের আংগারিয়া বাজারে অবৈধ প্রক্রিয়ায় মজুদ করা ৭৫০ কেজি ওএমএস চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় চাল জব্দের পাশাপাশি ডিলার মো. ইয়াকুব হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়।

আজ রবিবার বিকেলে অভিযানটি পরিচালনা করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।

ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রয়েছে। সেটাকে স্বাভাবিক রাখার জন্য, ন্যায্য মূল্যে বিক্রির জন্য সরকার প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে ডিলার নিয়োগ করা হয়েছে। ডিলারদের মাধ্যমে আমাদের প্রতিদিন যে পরিমান দ্রব্য সামগ্রী চাল আটা বিক্রি করার কথা সেটা বিক্রি না করে মজুদ করতে পারবে না। ইয়াকুব চাল বিক্রি না করে মজুদ করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে আমরা অভিযান করি। এসময় মজুদ করা ৭৫০ কেজি ওএমএস চাল জব্দ করি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলার ইয়াকুবকে জরিমানা করা হয়।