• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গুড়া মসলায় ক্ষতিকর রঙ, ৮০ হাজার টাকা জরিমানা ভোক্তা-অধিকারের

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের গোসাইরহাটে গুড়া মসলায় ক্ষতিকর রঙ মিশানোর অভিযোগে এক মিল মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ২০০ কেজি পঁচা মরিচ ধ্বংস করা হয়েছে।

আজ সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার দাসের জঙ্গল বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী এ ভেজাল বিরোধি অভিযান পরিচালনা করেন।

সুজন কাজী বলেন, গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল বাজারে মেসার্স আহমদিয়া রাইচ মিলে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০০ কেজি পঁচা মরিচ ও ৫০০ গ্রাম গুঁড়া রঙ ( লাল ও হলুদ) উদ্ধার করি। তাই নিন্মমানের উপকরণ ব্যবহার ও মসলায় ক্ষতি রঙ ব্যবহার করায় ওই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর জব্দকৃত মালামাল ধ্বংস করে দেয়া হয়। খাদ্যে ভেজাল প্রতিরোধে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এসময় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যালয়ের প্রতিনিধি ও শরীয়তপুর জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।।