• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে ভূমিহীন ও গৃহহীন ২৬০টি পরিবার পাবে ঘর

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ও চতুর্থ পর্যায়ের মাধ্যমে শরীয়তপুরে ভূমিহীন ও গৃহহীন ২৬০টি পরিবারকে ঘর দেয়া হচ্ছে। আগামী ২২ মার্চ নির্মিত ঘরগুলো ভার্চুয়ালি  উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আজ সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।

জেলা প্রশাসক পারভেজ হাসান জানান, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য সদরে ৪০টি, ভেদরগঞ্জে ৪৩টি, গোসাইরহাটে ৪৪টি ও  জাজিরা উপজেলা ভাঙন কবলিত চরাঞ্চলের বিশেষ শ্রেণির ঘর ১৩৩টি উপকারভোগী পরিবারের মধ্যে জমির দলিল, কাগজপত্র হস্তান্তরসহ ঘরের দখল বুঝিয়ে দেয়া হবে। এছাড়া শরীয়তপুর সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করা হবে। ইতোমধ্যে ডামুড্যা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র প্রমূখ।