• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করণে ৫ ব্যবসায়ীকে জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধি : পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল রোধে নিয়মিত তদারকির অংশ হিসেবে  মনিটরিং অভিযান পরিচালিত হয়েছে জাজিরা উপজেলার কাজীরহাট বাজারে।  অভিযানে নিত্যপ্রয়োজনীয় পন্যের পাশাপাশি ফলের বাজার, খাবার হোটেল ও কাঁচা বাজার তদারকি করা হয়।  এসময় পন্যের ক্রয়-বিক্রয়ে রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ করা এবং ফল পাকাতে বিষাক্ত কেমিকেল ব্যবহার করায় উক্ত বাজারের ০৫ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়া যথাযথ নিয়মে ব্যবসা পরিচালনা করতে ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা জনাব মোঃ ইউসুফ হোসেন, জেলা ক্যাব সভাপতি জনাব মোঃ বিল্লাল হোসেন খান, কাজীরহাট বাজারের বনিক সমিতির সাধারণ সম্পাদক জনাব ফজলুল হক পেদা ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই তদারকি অব্যাহত থাকবে।