• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

শরীয়তপুর বার্তা

বৃহস্পতিবার পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ মে ২০২৪  

দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে প্রথম দিন (বৃহস্পতিবার) তিনি পটুয়াখালী যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৮ মে) রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার প্রথম দিন পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাঁধ নির্মাণে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিতর্কে জড়াতে চাই না। এটা শুধু আমাদের সরকার নয়। আমাদের আগেও অনেক সরকার ছিল। কিছু কাজে যদি অবহেলা থাকে, দুর্নীতি হয়, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তবে এমন জলোচ্ছ্বাসে সব বাঁধ টিকে থাকবে, এমন নিশ্চয়তা দিতে পারবেন না কেউ। ক্লাইমেট চেঞ্জের কারণে ঝড়ের মাত্রাও বাড়ছে।’
এর আগে সোমবার (২৭ মে) আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছিলেন তিনি।