• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধীদের জন্য এ বছর চালু হচ্ছে আধুনিক চাকরির পোর্টাল

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২০  

 


বিশেষভাবে অক্ষমদের জন্য আইসিটি বিভাগ থেকে এ বছর একটি আধুনিক চাকরির পোর্টাল চালু করা হবে ।

শনিবার প্রতিমন্ত্রী এনজিও-বিষয়ক ব্যুরো মিলনায়তনে ‘প্রতিবন্ধীদের চাকরি মেলা-২০২০’ আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জুনাইদ আহমেদ এ কথা বলেন।

তিনি আরো বলেন, এর মাধ্যমে যোগ্যতা অনুযায়ী চাকরির আবেদন করা যাবে। চাকরিদাতা প্রতিষ্ঠান ভিডিও কলের মাধ্যমে দেশের বা বিদেশের যেকোনো স্থান থেকে সাক্ষাৎকার গ্রহণ করতে পারবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ২৮টি হাইটেক পার্কে ডিজিটাল সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এতে প্রতিবন্ধীরা প্রশিক্ষণের জন্য অগ্রাধিকার পাবেন। প্রতিবন্ধীদের ক্ষমতায়ন করতে হলে তাদের ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা ও আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধীরা সমাজেরই অংশ। তারা অনেক মেধাবী। তাদের বিষয়ে আরও সচেতন হতে হবে। তাদের সুরক্ষায় সরকার প্রতিবন্ধী সুরক্ষা আইন প্রণয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে।

বিভিন্ন বেসরকারি চাকরিদাতা প্রতিষ্ঠান চাকরিদাতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের সংযোগ স্থাপনের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২০১৫ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছে। এবার বিভিন্ন বেসরকারি, এনজিও, আইটিসহ ৩৭টি প্রতিষ্ঠান স্টল স্থাপন করেছে। একটি স্টলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উদ্ভাবিত সফটওয়্যার ও হার্ডওয়্যার টুলস প্রদর্শন করা হয়।