• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক ও তাদের পরিবারের জন্য অনুদান

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনীর হয়ে যুদ্ধে অংশ নেয়া রংপুরের ব্রিটিশ সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক ও তাদের পরিবারের মধ্যে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রংপুর জেলা সশস্ত্র বাহিনীর বোর্ড অফিসে আনুষ্ঠানিকভাবে এ অনুদান প্রদান করা হয়। রয়েল কমনওয়েলথ এক্স সার্ভিসেস লীগ (আরসিইএল) এর উদ্যোগে জেলা সশস্ত্র বাহিনী এ আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সভাপতি ও রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ৮১ বছর আগে সংঘটিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া সাবেক সৈনিকদের এখনো মনে রেখেছে ব্রিটিশ সরকার। এটা সৈনিকদের জীবনে অনেক বড় পাওয়া। সাহসী এসব যোদ্ধা ও তাদের পরিবারের সঙ্গে মিলিত হতে পারাটা গর্বের। জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুরের সচিব মেজর মো. জাহাঙ্গীর নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

এ সময় এসপি বিপ্লব বলেন, ভিনদেশি যোদ্ধাদের ব্রিটিশ সরকার যে সম্মান দিচ্ছে, তা অভাবনীয় ও প্রশংসনীয়। এটা আমাদের সৈনিকদের কর্মস্থলে দায়িত্ব পালনে আন্তরিক হতে শেখাবে।

অনুষ্ঠানে অতিথিরা দুইজন জীবিত সাবেক ব্রিটিশ সৈনিক ও ২৭ জন ব্রিটিশ সৈনিকের স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের নিকট নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন। ব্রিটিশ রাণীর তত্ত্বাবধানে সারাবিশ্বে সাবেক সৈনিকদের কল্যাণে কাজ করছে রয়েল কমনওয়েলথ এক্স সার্ভিসেস লীগ (আরসিইএল)।