• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

লাউয়ের ওজন ৩০ কেজি , এলাকায় চাঞ্চল্য

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  

 


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা চেয়ারম্যান গ্রামের কৃষক আবদুল হামিদের জমিতে ৩০ কেজি ওজনের একটি দেশি প্রজাতির লাউ হয়েছে। 

এদিকে এত বড় লাউয়ের ফলনে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই লাউটি দেখতে আবদুল হামিদের বাড়িতে ভিড় জমান। আবার কেউ কেউ লাউটি কেনার চেষ্টাও করছেন।

কৃষক আবদুল হামিদ জানান, তিনি নিজ ১০ শতাংশ জমিতে লাউয়ের চাষ করেছেন। এতে প্রায় দুই হাজার টাকার মতো খরচ হয়েছে। লাউয়ের ফলন ভালো হওয়ায় এ জমির লাউ বিক্রি করে আয় করেছেন প্রায় সাত হাজার টাকা।

তিরি আরো জানান, তার ক্ষেতের অন্যান্য লাউগুলো ছোট-মাঝারি বিভিন্ন আকারের হলেও একটি লাউ অনেক বড় হয়। সর্বশেষ এটির ওজন হয় ৩০ কেজি। তিনি লাউটি বিক্রি না করে এটির বিচি সংরক্ষণ করবেন এবং এ দিয়ে লাউয়ের চাষ করবেন বলেও জানিয়েছেন।