• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীতে করোনায় আক্রান্ত ১১৯৭৮, মৃত্যু ১৫৮ জনের

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০  

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর ১১ হাজার ৯৭৮ জন (সদস্য/পরিবারবর্গ) আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১১ হাজার ১৯৪ জন। আর মারা গেছেন ১৫৮ জন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর।

এতে বলা হয়, আক্রান্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও পরিবারবর্গের মধ্যে ১১ হাজার ১৯৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে/আবাসস্থলে প্রত্যাবর্তন করেছেন। বর্তমানে ৬২৬ জন সদস্য বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ পর্যন্ত মৃতদের মধ্যে ১৫ জন কর্মরত, ১২৮ জন অবসরপ্রাপ্ত সামরিক সদস্য এবং ১৫ জন কর্মরত অসামরিক সদস্য রয়েছেন।

গত ১২ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনীর ৬৪৭ জন সদস্য ও তাদের পরিবারবর্গ কোভিড-১৯ রোগে আক্রান্ত হন। এই সময়ে একজন কর্মরত সেনাসদস্য, দুইজন কর্মরত অসামরিক সদস্য এবং সাতজন (৬৫ বছরের ঊর্ধ্বে) অবসরপ্রাপ্ত সদস্যসহ মোট ১০ জন সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।