• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

‘মাত্র ১০ মিনিটেই সদরঘাট যাওয়া যাবে’

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০  

রাজধানীর বঙ্গবাজার থেকে ফুলবাড়িয়া, যেখানে লোক সমাগম বলে বোঝানো সম্ভব না। দুইপাশে ভাসমান দোকান নিয়ে বসে পড়েছেন দোকানিরা। আর তাতেই মানুষজন উপচে পড়ছেন। যার কারণে সদরঘাটগামী বাসগুলোকে চলতে হয় পিঁপড়ার চেয়েও কম গতিতে। প্রয়োজনীয় কাজে সদরঘাট, মিটফোর্ড সলিমুল্লাহ মেডিকেল কিংবা আহসান মঞ্জিল বেড়াতে যাওয়ার যাত্রীরা এসে আটকে যান বঙ্গবাজার ফুলবাড়িয়া এলাকার ফুটপাতে গড়ে ওঠা বাণিজ্যের কারণে। 

যেখানে তিল ধারণের ঠাঁই থাকে না। সেখানে এখন একদম ফকফকা। ফুটপাতে কোনো দোকান নেই। এমন ফাঁকা রাস্তায় এখন সদরঘাট এলাকায় বাসগুলো মাত্র ১০ মিনিটে চলে যেতে পারবে বলে দাবি করছে লালবাগ ট্রাফিক জোন। 

লালবাগ ট্রাফিক জোনের ইনসপেক্টর রফিকুল বলেন, 'বঙ্গবাজার থেকে ফুলবাড়িয়া পুলিশ বক্স পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধ দোকান ও ফুটপাত উচ্ছেদ করা হয়েছে।  ট্রাফিক লালবাগ বিভাগের ডিসি মেহেদী হাসান স্যারের নির্দেশে এডিসি  শহিদুল ইসলাম স্যার ও সহকারী পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির স্যারের নেতৃত্বে আমরা ফুটপাত দখলমুক্ত করেছি। যার কারণে ঘণ্টার পর ঘণ্টা এখানে আর আতোকে থাকতে হবে না বাসযাত্রীদের। মাত্র ১০ মিনিটেই চাইলে সদরঘাট যাওয়া সম্ভব হবে।'

ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বলেন, 'এই রাস্তায় যানবাহন স্বাভাবিকভাবে চলাচলে আমরা বদ্ধ পরিকর। আমরা প্রতিদিন এই অভিযান অব্যাহত রাখবো। অবৈধভাবে আমরা ফুটপাত দখল করতে দেবো না কাউকে।'