• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

শরীয়তপুর বার্তা

শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে: সেনাপ্রধান

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২  

মিলিটারি পুলিশ সপ্তাহ পালনের মাধ্যমে সার্বিক শৃঙ্খলার মান, সেনানিবাসের ট্রাফিক নিয়ন্ত্রণ ও সেনা সদস্যদের শৃঙ্খলার মান বাড়বে। এছাড়াও সেনানিবাস এলাকায় সর্বস্তরের জনসাধারণের মধ্যে শৃঙ্খলা সংক্রান্ত সচেতনতা বাড়বে বলে মনে করেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর সেনাকুঞ্জে দ্বিতীয়বারের মতো মিলিটারি পুলিশ সপ্তাহ পালন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

সেনাপ্রধান বলেন, শৃঙ্খলার মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশ কোরের সব সদস্য সেনানিবাসসমূহে সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন।

এ সময় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নবনির্মিত একাডেমিক ও প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন সেনাপ্রধান। বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকে মিলিটারি পুলিশ সপ্তাহ চলবে পরবর্তী সাত দিন।