• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

পুলিশ উইমেন অ্যাওয়ার্ড পেলেন ৫ নারী পুলিশ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) এর বার্ষিক প্রশিক্ষণ সম্মেলন-২০২২ বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে সারাদেশ থেকে পাঁচ নারী পুলিশকে পুলিশ উইমেন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। 

বুধবার দুপুরে রাজধানীর রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অ্যাওয়ার্ড প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি এবং পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি আমেনা বেগম।

পুরস্কার পাওয়া সেরা পাঁচজন নারী সদস্যদের মধ্যে স্থান পেয়েছেন নিজের জীবন বাজি রেখে অস্ত্র, গুলি ও বোমাসহ সন্ত্রাসীদের আটক করা সার্জেন্ট রেকসানা খাতুন।

নারী পুলিশ সদস্যরা পুলিশ বিভাগে অনন্য সাধারণ কাজের স্বীকৃতিরূপ কমিটি চূড়ান্তভাবে সারাদেশ থেকে ৫জন নারী পুলিশকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছেন। এর মধ্যে ১ জন পুলিশ পরিদর্শক, ১ জন এসআই, ১ জন সার্জেন্ট, ১ জন এএসআই এবং ১ জন কনষ্টেবল রয়েছেন।

পুরস্কারপ্রাপ্তরা নারী পুলিশ সদস্যরা হলেন- উত্তরা এপিবিএনের পুলিশ পরিদর্শক (অ্যাডজুটেন্ট) সেলিনা আক্তার, বগুড়ার কাহালু থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের এসআই (নিরস্ত্র) মোছা: রোজিনা খাতুন, খুলনা মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট হিসেবে কর্মরত মাগুরার জেলার মেয়ে রেকসানা খাতুন, ডিএমপির ট্রাফিক বিভাগের এএসআই (নিরস্ত্র) ময়না রানী সরকার এবং জাতীয় জরুরী সেবা-৯৯৯ (বর্তমানে পল্টন থানা), ডিএমপিতে কর্মরত কনষ্টেবল রূপা রানী বিশ্বাস।