ঈশ্বরদীর বিষমুক্ত লিচু যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত
শরীয়তপুর বার্তা
প্রকাশিত: ৯ জুন ২০২৩

পাবনার ঈশ্বরদীতে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত বিষমুক্ত লিচু রপ্তানি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে (দুবাই)। উপজেলার সলিমপুর ইউনিয়নের চরকদিমপাড়া গ্রামের চাষি শামীম প্রামানিক ব্যাগিং পদ্ধতিতে লিচু চাষে সফলতা পেয়েছেন। তার উৎপাদিত লিচু আকারে বড় হয়েছে। রংও হয়েছে টকটকে লাল। এ লিচুতে রাসায়নিক বা কীটনাশক ব্যবহার করা হয়নি। ব্যাগিং পদ্ধতি ব্যবহারে ঝড়েও গাছ থেকে কোনো লিচু ঝরেনি এবং খরায় বিবর্ণ হয়নি। ব্যাগের ভেতরে সুরক্ষিত অবস্থায় থাকায় কাঠবিড়ালি, বাঁদুড়, চামচিকাসহ কোনো পোকামাকড় আক্রমণ করতে পারেনি।
শামীম প্রামানিকের মতো ঈশ্বরদী উপজেলার ১৬ জনসহ পাবনা জেলার ২১ লিচু চাষি ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে লিচু উৎপাদন করেছেন। তবে এদের বেশিরভাগই এবার পরীক্ষামূলকভাবে স্বল্প পরিমাণ ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহার করেছেন। এতে ফলন ভালো হওয়ায় আগামীতে চাষিরা বেশি পরিমাণ লিচু গাছে ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন।
জানা যায়, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসইপির সহযোগিতায় ২০২১ সালের ৩০ জুন থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকা পাবনা জেলায় পরিবেশসম্মত উপায়ে নিরাপদ লিচু উৎপাদন প্রবর্তন উপ-প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম চালু করে। এ উপ-প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা দ্বারা টেকসই লিচু চাষ পদ্ধতি গ্রহণ করা, নিরাপদ লিচুর উৎপাদন ও বিতরণ নিশ্চিত করা, লিচুর জন্য অনগ্রসর স্থানীয় বাজারের সঙ্গে অগ্রসরমান বাজারের সংযোগ স্থাপন করা।
পরিবেশসম্মত লিচু উৎপাদনের জন্য লিচুর বাজার সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ। এদেশের লিচু অন্য দেশের তুলনায় বেশি সুস্বাদু। তাই বিদেশে প্রচুর চাহিদা রয়েছে। কিন্তু ব্যাপকহারে রপ্তানির জন্য বিষমুক্ত নিরাপদ লিচু উৎপাদন করা ছাড়া সম্ভব নয়। সেজন্য প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণ ও উৎসাহ প্রদানের মাধ্যমে বাংলাদেশে কৃষক পর্যায়ে প্রথমবারের মতো ২০২২ মৌসুমে লিচুতে পরীক্ষামূলকভাবে ব্যাগিং পদ্ধতি ব্যবহার করে সফলতা পাওয়া যায়। এবার বাণিজ্যিকভাবে ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত লিচু চাষ করে প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি করা হচ্ছে। যা বিদেশে লিচু পাঠানোর দ্বার উন্মুক্ত করেছে। আশা করা যায়, একদিন এই ব্যাগিং পদ্ধতিই ঈশ্বরদীর লিচুকে ব্র্যান্ডিংয়ে উন্নীত করবে।
লিচু চাষি শামীম প্রামানিক বলেন, ‘ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে লিচু চাষের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকার মাধ্যমে চার দিনের প্রশিক্ষণ গ্রহণ করেছিলাম। ২০২২ সালে পরীক্ষামূলকভাবে স্বল্প সংখ্যক গাছে ব্যাগিং পদ্ধতি ব্যবহার করে সফলতা পেয়েছিলাম। এবার প্রায় ৫০ হাজার লিচু ব্যাগিং পদ্ধতিতে উৎপাদন করেছি। এরই মধ্যে আমার বাগানের ১৫ হাজার লিচু একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানে পাঠিয়েছি। তারা এসব লিচু যাচাই-বাছাই করে দুবাই পাঠিয়েছে। বাগানের অন্য লিচুর তুলনায় ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত লিচু বিদেশে রপ্তানির কারণে বেশি দাম পাচ্ছি।’
তিনি বলেন, ‘প্রতিটি ফ্রুট ব্যাগের দাম ৫ টাকা। এক ব্যাগে ১০ থেকে ১৬টি লিচু রাখা যায়। লিচু পাকার ২৫ দিন আগে অর্থাৎ লিচু গুটি আকার ধারণ করলে লিচুর ব্যাগিং শুরু হয়। এতে লিচুতে রাসায়নিক বা কীটনাশক ব্যবহার করতে হয়নি। গাছের গোড়ায় কেঁচো সার ব্যবহার করেছি। ব্যাগিং প্রযুক্তি ব্যবহারের ফলে লিচুতে পোকা বা কোনো দাগ হয়নি। লিচু আকারে বড় হয়েছে। আগামী বছর আরও বেশি লিচু গাছে এ প্রযুক্তি ব্যবহার করবো।’
লিচু চাষে বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদকপ্রাপ্ত উপজেলার মিরকামারী গ্রামের কৃষক আব্দুল জলিল ওরফে লিচু কিতাব এ বছর পরীক্ষামূলকভাবে ১০০ ব্যাগিং প্রযুক্তিতে লিচু উৎপাদন করেছেন। তিনি বলেন, ‘ব্যাগিং পদ্ধতিতে লিচু চাষ কৃষকদের জন্য অত্যন্ত ভালো একটি পদ্ধতি মনে হচ্ছে। এ পদ্ধতিতে লিচু উৎপাদনে কাঠবিড়ালি, বাঁদুড় ও পোকামাকড়ের আক্রমণের ভয় থাকে না। তাছাড়া অতিবৃষ্টি ও খরায় লিচুর ক্ষতির সম্ভাবনাও নেই। এ লিচু কীটনাশকমুক্ত হওয়ায় সুস্বাদু ও আকারেও বেশ বড় হয়েছে। আমি আগামী বছর থেকে বাণিজ্যিকভাবে ব্যাগিং পদ্ধতিতে লিচুর আবাদ করবো।’
ভাড়ইমারি গ্রামের লিচু চাষি কাজল সরদার বলেন, ‘নিজের পরিবারের খাওয়ার জন্য ২০০ ব্যাগিং লিচু করেছিলাম। এতে আড়াই থেকে তিন হাজার লিচু হয়েছে। এ পদ্ধতির ফলে লিচু বিষমুক্ত এবং পাখি-পোকামাকড়ের আক্রমণের সুযোগ না থাকায় তা অত্যন্ত নিরাপদ। এ বছর তীব্র খরায় বেশিরভাগ গাছের লিচু বিবর্ণ ও আকারে ছোট হয়েছে। ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত লিচুর আকার ও রং স্বাভাবিক ছিল। তাই আশেপাশের বাণিজ্যিক লিচু চাষিরা অনেকেই আগামীতে ব্যাগিং পদ্ধতিতে লিচু উৎপাদনের বিষয়টি জানার জন্য এসেছিলেন। তারা আগ্রহ প্রকাশ করেছেন।’
পাবনা জেলায় পরিবেশসম্মত উপায়ে নিরাপদ লিচু উৎপাদন প্রবর্তন উপ-প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রফিকুল হক বলেন, ‘২০২১ সালের ৩০ জুন এ উপ-প্রকল্প কাজ শুরু করেছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এ প্রকল্প শেষ হবে। এ উপ-প্রকল্পের মাধ্যমে ব্যাগিং পদ্ধতিতে লিচু উৎপাদনে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ পদ্ধতিতে লিচু উৎপাদনে কৃষকরা সফলতা পেয়েছেন। এ বছর ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত বিষমুক্ত লিচু বিদেশে রপ্তানি করা হয়েছে। আগামীতে বাণিজ্যিকভাবে বহু কৃষক ব্যাগিং পদ্ধতিতে লিচু উৎপাদনে আগ্রহ প্রকাশ করেছেন। তারা সবাই ব্যাগিং পদ্ধতিতে লিচু উৎপাদন করলে আগামী বছর আরও বেশি লিচু রপ্তানি করা যাবে।’
তিনি বলেন, ‘নিরাপদ লিচু উৎপাদন প্রবর্তন উপ-প্রকল্পের আওতায় লিচু চাষিদের অর্ধেক মূল্যে ফ্রুটিং ব্যাগ সরবরাহ করা হয়েছে। অর্থাৎ ব্যাগের মূল্য ৫ টাকা। চাষিদের কাছে থেকে প্রতি ব্যাগ ২ টাকা ৫০ পয়সা নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের কেঁচো সার সরবরাহ করা হয়েছে। ফলে লিচু চাষে তাদের রাসায়নিক সার ব্যবহার করতে হয়নি।’
উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, ‘ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত লিচু চাষ নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এ লিচুতে কীটনাশক ব্যবহার হয় না। ফলে এটি অত্যন্ত নিরাপদ ও স্বাস্থ্যসম্মত। এ বছর পরীক্ষামূলকভাবে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে যেসব চাষি লিচু চাষ করেছেন, তাদের অনেকের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, আগামীতে বাণিজ্যিকভাবে এ পদ্ধতিতে লিচু চাষ করবেন। এখানকার ব্যাগিং পদ্ধতিতে লিচু চাষের বিষয়টি কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। এ পদ্ধতিতে লিচু চাষে কৃষকদের সার্বিক সহযোগিতা করবে উপজেলা কৃষি অফিস।’
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের ফল বিভাগ, উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন বলেন, ‘বাংলাদেশের লিচু সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ। এ দেশের লিচুর বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে রাসায়নিক বা কীটনাশকমুক্ত নিরাপদ লিচু উৎপাদন করা হলে এ লিচু বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।’
তিনি বলেন, ‘ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে লিচু উৎপাদনে চাষিদের প্রশিক্ষণে আমি ঈশ্বরদীতে গিয়েছিলাম। চাষিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা ব্যাগিং পদ্ধতিতে লিচু চাষে বেশ আগ্রহী। এ পদ্ধতিতে লিচু চাষ করলে চাষিরা লাভবান হবেন। ব্যাগিং পদ্ধতির উৎপাদিত নিরাপদ লিচুর দেশে-বিদেশে সব স্থানেই কদর রয়েছে। এসব লিচু যেন সহজেই চাষিরা বিদেশে পাঠাতে পারেন, সেজন্য জামান ট্রেডার্স নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে তাদের যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছি। তাদের মাধ্যমেই কৃষকরা লিচু দুবাই পাঠিয়েছেন।’
- বাংলাদেশ বিমান বাহিনী দিবস আজ
- শেখ হাসিনার নেতৃত্বেই গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ: রাষ্ট্রপতি
- মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
- শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে সমৃদ্ধির পথে দেশ
- দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নাই: প্রধানমন্ত্রী
- মহানবীর (সা.) আদর্শ অনুসরণের মধ্যেই সফলতা-শান্তি নিহিত
- প্রধানমন্ত্রীর জন্মদিনে সরকারের উন্নয়নের সহস্রাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ
- এখন কই যাবেন, কোথায় পালাবেন?
- বঙ্গবন্ধুর নেতৃত্ব অবিশ্বাসীদের বয়কটের আহ্বান রাষ্ট্রপতির
- বিএনপির সমাবেশে মোবাইল চুরির হিড়িক!
- যাত্রীবেশে তারা ছিনতাই করতো ইজিবাইক
- বাংলাদেশের মানুষের ভাগ্য শেখ হাসিনার ভাগ্যের সঙ্গে জরিত
- হাঁস না মুরগি, কোন ডিম স্বাস্থ্যের জন্য বেশি উপকারী?
- মৃত্যুর সময় কেমন অনুভূতি হয়, উঠে গেল গবেষণায়
- অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাকির
- পিঁপড়া দূর করার ঘরোয়া উপায়
- বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি
- ফখরুলের আল্টিমেটামে ‘কিছুই ছেড়া গেল না’
- ফেসবুকে ভাইরাল ভিসা নিষেধাজ্ঞার ভুয়া তালিকা
- রপ্তানি বাণিজ্যে সুবাতাস আনবে থার্ড টার্মিনাল
- এয়ার স্ট্রিপ থেকে দক্ষিণ এশিয়ার নান্দনিক বিমানবন্দর
- রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২১তম সভা
- পূজায় গুজব রটনাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে আইজিপির নির্দেশ
- র্যাব পরিচয়ে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৫
- অস্ত্র ও গুলিসহ ‘রক্তচোষা’ জনি গ্রেফতার
- বিআরটিএ’র সহকারী পরিচালক ও স্ত্রীর নামে মামলা
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের তিক্ততা তৈরির চেষ্টা করছে কিছু গোষ্ঠী: পররাষ্ট্রমন্ত্রী
- যে কারণে থাকছে না ৩ দিনের ইন্টারনেট প্যাকেজ
- অভিষেকে ডাক মারলেন তানজিদ তামিম
- প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু
- কোমর ব্যথায় যেসব খাবার উপকারী
- প্রধানমন্ত্রীর ভারত সফরে ৩ সমঝোতা স্মারক সই হবে
- চুরি করতে গিয়ে ৯৯৯-এ চোরের ফোন, ‘তাড়াতাড়ি পুলিশ পাঠান’
- গর্ভবতী স্ত্রীর চিকিৎসা খরচ মেটাতে ডাকাতি করেন স্বামী
- হেফাজতকাণ্ড: অধিকারের আদিলুর-এলানের ২ বছর কারাদণ্ড
- কোষ্ঠকাঠিন্য দূর করার ঘরোয়া উপায়
- ঘুম ভাঙলেই মাথা ব্যথা? জেনে নিন দূর করার উপায়
- তাহাজ্জুদ নামাজের গুরুত্ব, ফজিলত ও নিয়ম
- দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বিএনপি নির্বাচন বানচাল করতে চায়: এনামুল হক শামীম
- কিডনি নষ্ট হওয়ার লক্ষণ জেনে নিন
- কাজ করতে ক্লান্ত লাগে? জেনে নিন কারণ
- দাঁত দিয়ে নখ কাটা একটি রোগ, এর নাম ‘ডার্মাটোফ্যাগিয়া’
- দেশে নতুন জঙ্গি সংগঠন তাওহীদুল উলূহিয়্যাহ, হামলার পরিকল্পনা ছিল
- নৌকা ভ্রমণের নামে অসামাজিক কাজ, নারীসহ আটক ১৪
- বাংলাদেশের মানুষের ভাগ্য শেখ হাসিনার ভাগ্যের সঙ্গে জরিত
- কুপ্রস্তাবে অসম্মতি, কিশোরীকে মাদরাসায় ধর্ষণ করেন শিক্ষক শিহাব
- স্ত্রীকে মোবাইল উপহার দিয়ে ধরা পড়লো ‘ডাকাত চক্র’