• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

শরীয়তপুর বার্তা

অবরোধকে পাত্তা দিচ্ছে না কেউ, যান চলাচল স্বাভাবিক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩  

 অষ্টম দফা ২৪ ঘণ্টার অবরোধের দিনে রাজধানীতে অভ্যন্তরীণ যান চলাচল বেড়েছে। এ দিন রাজধানীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। কোথাও কোথাও যানজটও দেখা গেছে। তবে অবরোধের আগের দিনগুলোর মতো।

বুধবার (২৯ নভেম্বর) সকাল ছয়টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত বিএনপির অবরোধ।

এদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখে গেছে, ব্যক্তিগত গাড়ি- বিশেষ করে প্রাইভেটকার, মোটরসাইকের পাশাপাশি সিএনজিচালিত অটো চলাচল বেশি দেখা গেছে। সড়কে তুলনামূলক বাসও বেশি।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে আরও বাড়ছে গাড়ির সংখ্যা। ফলে বিভিন্ন সড়কে সিগন্যালে পড়তে হয় যাত্রীদের। অবরোধকে পাত্তাই দিচ্ছে না সাধারণ জনগন।