• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

শরীয়তপুর বার্তা

প্রণব মুখার্জী জন্মবার্ষিকী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩  

ভারতের প্রথম বাঙালী রাষ্ট্রপতি, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জীর জন্মদিন ১১ ডিসেম্বর ১৯৩৫।

জীবনপঞ্জি

• ১১ ডিসেম্বর ১৯৩৫ জন্ম বীরভূম জেলার কীর্ণাহারের কাছে মিরিটি গ্রামে। বাবা স্বাধীনতা সংগ্রামী কামদাকিঙ্কর মুখোপাধ্যায়। মা রাজলক্ষ্মী মুখোপাধ্যায়।

• পড়াশোনা সিউড়ি বিদ্যাসাগর কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে এমএ। পরে এলএলবি।

• আপার-ডিভিশন ক্লার্কের কাজ নেন পোস্ট অ্যান্ড টেলিগ্রাফে। শিক্ষকতা করেন হাওড়া জেলার বাঁকড়া ইসলামিয়া হাইস্কুলে ও পরে বিদ্যানগর কলেজে।

• ১৯৫৭ সালের ১৩ জুলাই বিয়ে শুভ্রাদেবীর সঙ্গে।

• ১৯৬০ সালের ২ জানুয়ারি প্রথম সন্তান অভিজিতের জন্ম।

• ১৯৬৫-র ৩০ অক্টোবর মেয়ে শর্মিষ্ঠার জন্ম। শর্মিষ্ঠার এক ভাই রয়েছে, ইন্দ্রজিৎ।

• ১৯৬৬ অজয় মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলা কংগ্রেসে যোগ দিয়ে রাজনীতিতে হাতেখড়ি।

• জুলাই ১৯৬৬ পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ। পরে ১৯৭৫, ১৯৮১, ১৯৯৩ এবং ১৯৯৯ সালেও রাজ্যসভায় নির্বাচিত হন।

• ১৯৭৩ সালে হন কেন্দ্রীয় শিল্পোন্নয়ন প্রতিমন্ত্রী।

• ১৯৮০ কংগ্রেসের রাজ্যসভার নেতা।

• ১৯৮২ একাধিক মন্ত্রকের ভার সামলে প্রথম বার কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

• ১৯৮৪ সালে ইন্দিরা গাঁধীর মৃত্যুর পরে রাজীব গাঁধীর মন্ত্রিসভায় ঠাঁই পাননি। কংগ্রেস ছেড়ে গড়েন রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস।

• ১৯৮৯ সালে কংগ্রেসে মিশে যায় তাঁর দল।

• ১৯৯১ সালে রাজীবের মৃত্যুর পরে ফের রাজনীতির জগতে উত্থান। প্রধানমন্ত্রী নরসিংহ রাও বসালেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারপার্সন পদে।

• ১৯৯৫ সালে রাও সরকারের অর্থমন্ত্রী।

• ১৯৯৮ সালে সীতারাম কেশরীকে সরিয়ে সনিয়া গাঁধীকে কংগ্রেস সভানেত্রী করার মুখ্য কারিগর।

• ২০০৪ সালে জঙ্গিপুর থেকে জিতে প্রথম বার লোকসভার সাংসদ। প্রতিরক্ষামন্ত্রী হন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের।

• ২০০৬ সালে মনমোহন সিংহ সরকারের বিদেশমন্ত্রী।

• ২০০৮ সালে পদ্মবিভূষণ।

• ২০০৯ সালে আবার অর্থমন্ত্রী।

• ২০১২ দীর্ঘ ২৩ বছর কংগ্রেস কর্মসমিতির সদস্য ও ৯৫টিরও বেশি মন্ত্রিগোষ্ঠীর সদস্য থাকার পরে দলীয় রাজনীতি থেকে অবসর। ইউপিএ-র প্রার্থী হিসেবে ত্রয়োদশ রাষ্ট্রপতি।

• ১৮ অগস্ট ২০১৫ পত্নীবিয়োগ।

• ২৫ জুলাই ২০১৭ রাষ্ট্রপতি পদ থেকে অবসর।

• ৭ জুন ২০১৮ প্রথম বার প্রাক্তন কোনও রাষ্ট্রপতি হিসেব আরএসএসের অনুষ্ঠানে বক্তৃতা করেন।

• ২০১৯ সালে ভারতরত্ন।