• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

শরীয়তপুর বার্তা

বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩  

১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিদেশে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চৌধুরী মাইন উদ্দিন ও আশরাফুজ্জামান খানকে ফেরত আনার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (১০ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন বলেন, পাকিস্তানি সামরিক শাসক গোষ্ঠীর নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতায় রাজাকার ও আলবদর বাহিনী এই জঘন্য কর্মকাণ্ড সংঘটিত করে। এই নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতা চৌধুরী মাইন উদ্দিন ও আশরাফুজ্জামান খানকে দেশে ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বদা যে দেশে তারা আছেন ওই দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।

তিনি আর বলেন, যেহেতু এটি একটি আইনি প্রক্রিয়া এবং চলমান আছে, সেজন্য আপনাদের সব তথ্য জানানো যাচ্ছে না। সর্বশেষ তথ্য অনুযায়ী চৌধুরী মাইন উদ্দিন যুক্তরাজ্যে ও আশরাফুজ্জামান খান যুক্তরাষ্ট্রে অবস্থান করছে।