• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজীবের পিও সাদেকের ৩ বছর কারাদণ্ড

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ গ্রেফতার কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের মোহাম্মদপুরের বাসার সব আলামত ধ্বংস ও কাজে অসহযোগিতার দায়ে তার পিও সাদেককে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

এদিকে, রাজীবের মোহাম্মদপুর কার্যালয়, বাসাসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ৫ কোটি টাকা চেক বই পেয়েছে র‌্যাব। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোহাম্মদপুরে এখনো র‌্যাবের তল্লাসি চলছে।

র‌্যাব জানায়, শনিবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আফতাব উদ্দিন সড়কের ৪০৪ নম্বর বাড়ি থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গ্রেফতার করা হয়। ওই বাসা থেকে অবৈধ অস্ত্র, মদ ও নগদ অর্থ উদ্ধার করে র‌্যাব। বন্ধুর এই বাসাতেই গত কয়েকদিন আত্মগোপনে ছিলেন তিনি। গ্রেফতার রাজীব ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনো বিরোধী অভিযানের পর গা ঢাকা দেন তিনি। রাজীবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নামে বেনামে রাজধানীতে তার বেশ কয়েকটি ফ্লাট ও গাড়ি রয়েছে। জমি দখল ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে রাজীবের বিরুদ্ধে।