• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

আদালতে মিন্নি, সাক্ষী দিলেন তদন্ত কর্মকর্তা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  

 


বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলায় চতুর্থ দিনের মতো আদালতে সাক্ষী দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ন কবির। তার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে করা মামলায় ৭৫ জনের  সাক্ষ্যগ্রহণ শেষ হবে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মজিবুল হক কিসলু বলেন, রোববার সকাল সারে ৮টায় প্রাপ্ত বয়স্ক ৮ আসামিকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা মিন্নিও হাজির হয় আদালতে। এরপর সকাল ১০টায় চতুর্থ দিনের মতো জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ আসাদুজ্জামান মিয়ার আদালতে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। 

এ সময় আসামি রিফাত ফরাজী ও কামরুল হাসান সাইমুনের আইনজীবীরা জেরা করেন তাকে। 

এরপর বিকাল ৫টায় আদালত মুলতবি ঘোষণা করে সোমবার সকাল ১০টা থেকে আবারো সাক্ষীর জেরা করার সময় ধার্য করেন বিচারক।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সর্বশেষ সাক্ষী হিসেবে সাক্ষী দেন তিনি। সাক্ষীগ্রহণ শেষে যুক্তিতর্কের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করবেন আদালত।