• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

হাতিয়ায় ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০  

নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-২ এর বিচারক মোহাম্মদ সামস্উদ্দীন খালেক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ মামলায় বিজ্ঞ আদালত ডাক্তারসহ ১১জনের সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্ত ব্যাক্তি মো. ইব্রাহীম নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউপির শূন্যেরচর গ্রামের মুজিবর রহমানের বাড়ির আবদুল হাইয়ের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১১ এপ্রিল রাত আনুমানিক ১২টার দিকে হাতিয়ার বুড়িরচর ইউপির শূন্যেরচর বেড়িবাঁধের উপর গৃহবধূর বসতঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে ধর্ষণ করে ইব্রাহীম।

পরে হাতিয়া থানায় এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ধর্ষক মো.ইব্রাহীমের বিরুদ্ধে পরদিন ১২ এপ্রিল ধর্ষণ মামলা করে। 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট মর্তুজা আলী পাটোয়ারী। 

আসামি পক্ষে ছিলেন, অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট আবু সাঈদ নোমান, অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন।