• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ইস্টার্ন প্লাজায় আইফোনসহ নামিদামি ব্রান্ডের নকল মোবাইল!

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪  

রাজধানীর ইস্টার্ন প্লাজায় তৈরি হত আইফোনসহ নামিদামি ব্রান্ডের নকল মোবাইল। অভিযান চালিয়ে ২০ লাখ টাকার মোবাইল ও যন্ত্রাংশ জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে চক্রের ৩ সদস্যকে।

কেঁচো খুঁজতে গিয়ে বেড়িয়ে এলো সাপ। মোবাইল চোরের সন্ধান করতে গিয়ে ধরা পড়ল নকল আইফোন তৈরির কারখানা। ইস্টার্ন প্লাজায় রোববার (১৭ মার্চ) অভিযান চালিয়ে চক্রের তিনজনকে গ্রেফতার করেছে ডিবি। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নকল মোবাইল ও মোবাইল তৈরির সরঞ্জাম।

ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, ইস্টার্ন প্লাজায় দীর্ঘদিন ধরে একটি চক্র রীতিমতো আইফোন, নোকিয়া, ভিভোর মতো নামিদামি ব্রান্ডের নকল মোবাইল তৈরি করে আসছিল।

হারুন অর রশিদ জানান, কোনো বড় ইঞ্জিনিয়ার নয়, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পাস করা চক্রের সদস্যরাই তৈরি করতেন নকল মোবাইল। এমনকি মানহীন এসব পণ্য বিক্রি করতেন ঢাকার বিভিন্ন মোবাইলের দোকানে।

তিনি বলেন, চুরি করা মোবাইল ভেঙে যন্ত্রাংশগুলো আলাদা আলাদা করে বিক্রি করে দেয় চোরের। ইস্টার্ন প্লাজার সপ্তম তলায় নকল মোবাইল তৈরি করতেন গ্রেফতারকৃত চক্রটির সদস্যরা। তারা চোরদের কাছ থেকে যন্ত্রাংশগুলো পেতেন আবার বাহির থেকেও যন্ত্রাংশ আনতেন। এভাবেই তারা নকল মোবাইল তৈরি করতেন।

চক্রে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিবির এ কর্মকর্তা।