• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ শিকার,আটক ৭

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ জুলাই ২০২০  

সুন্দরবনের নদ-নদীতে কীটনাশক দিয়ে মাছ শিকার ও অবৈধভাবে কীটনাশক বিক্রির অভিযোগে সাত দূর্বৃত্তকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শিবপদ মন্ডল (৪২), গোবিন্দ রায় (৩৫), মো. দুলাল শেখ (২৫), আরিজুল ফকির (৩৫), সুব্রত রায় (২৫), আমিন শেখ (১৯) ও আল আমিন খাঁন (৪০)।

এদের বাড়ি উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামে। আটক ব্যক্তিদের কাছ থেকে এসময় বিপুল পরিমান কীটনাশক, মাছ, জাল ও একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। 

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল ও ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, নিয়মিক টহল দেয়ার সময় বনের করমজল, জয়মনি ও হাড়বাড়িয়া এলাকায় খাল থেকে কীটনাশক দিয়ে মাছ শিকারের দায়ে ৬ দূর্বৃত্তকে ৬ ক্যারেট মাছ ও  কীটনাশকসহ আটক করেন তারা। পরে আটককৃতদের শিকারোক্তি মোতাবেক উপজেলার বৌদ্ধমারী এলাকায় একটি ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমান কীটনাশক জব্দকরা হয়। অবৈধভাবে ওইসব কীটনাশক রাখা ও বিক্রির দায়ে আলামিন খান নামক আরো এক দূর্বৃত্তকে আটক করা হয়। 

দুপুরে পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে  এসব তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ সম্মেলনে মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীসহ থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।