• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গাঁজা-ফেনসিডিল উদ্ধার, বিএনপি নেতাসহ আটক ৩

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩  

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছে থেকে ২৫ কেজি গাঁজা এবং ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, শুক্রবার বিকেলে উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা মাইজপাড়া এলাকার কালা মিয়ার ছেলে রাশেদ, সাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়া পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মিনহাজুর রহমান এবং কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার আবুল কাছিমের ছেলে মামুনুর রশিদ। তাদের মধ্যে রাশেদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীহাট সিটি সেন্টারে অভিযান পরিচালনা করে প্রথমে মো. মামুনুর রশিদকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামি মামুনুর রশিদের দেওয়া তথ্যমতে কেরানীহাট সিটি সেন্টারের দ্বিতীয় তলার একটি দোকান থেকে ২৫ কেজি গাঁজা এবং ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মিনহাজ ও রাশেদকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।