• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ড. আতিউর রহমানের

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮  

 


 দেশের তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান।

বুধবার (১২ ডিসেম্বর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অর্থনীতি বিভাগের দশকপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উৎসব বক্তার বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজ দেশের প্রতি আস্থা রাখতে হবে এবং স্বদেশকে মাতৃতুল্য হিসেবে ধারণ করতে হবে। যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই আগামীর অর্থনীতি হবে উন্নয়ন এবং প্রবৃদ্ধির এক অনন্য উদাহরণ।

বিভাগটির বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মোরশেদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। 

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব বিভাগটির সহকারী অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান। আলোচনার পর বিভাগের বিভিন্ন ব্যাচের ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়।  

এর আগে দিবসটি উপলক্ষে সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর স্মারক কেককেটে বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।