• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ছয়দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০  

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ছয় দিন বন্ধ থাকার পর বুধবার দুপুর থেকে ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা ২২-২৭ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। ফলে বুধবার দুপুর থেকে আবারো দুই দেশের মধ্যে আমদানি-রফতানি শুরু হয়।