• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শুভ জন্মদিন রুনা লায়লা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

 


বিশ্বনন্দিত কণ্ঠশিল্পী রুনা লায়লার ৬৭তম জন্মদিন আজ। ১৯৫২ সালের আজকের এই দিনে তিনি সিলেটে জন্মগ্রহণ করেন। এই গুণি শিল্পীর জন্মদিনে রইলো শুভেচ্ছা।

উপমহাদেশের কিংবদন্তি এই সংগীতশিল্পী ক্যারিয়ারে বাংলা, হিন্দি, উর্দু মিলিয়ে মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন। বাংলা সিনেমায় গান গেয়ে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে সাত বার জিতেছেন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। সংগীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা পদক’ও পেয়েছেন।

রুনা লায়লা ১৯৬৬ সালে উর্দু ভাষার ‘হাম দোনো’ সিনেমার ‘উনকি নাজরোঁ সে মোহাব্বত কা জো পয়গম মিলা’ গানটি দিয়ে সংগীতাঙ্গনে আলোচনায় আসেন। ষাটের দশকে তিনি নিয়মিত পাকিস্তান টেলিভিশনে গান গাইতেন। বাংলা চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন স্বাধীনতার পর। অসংখ্য বাংলা সিনেমাতে তিনি কণ্ঠ দিয়েছেন। গানের জন্য তিনি বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তানেও তুমুল জনপ্রিয়।

আজ জন্মদিন উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘ফেরাতে পারিনি’। একই সঙ্গে স্টার জলসা চ্যানেলে থাকছে ‘কে আপন কে পর’ সিরিয়ালের বিশেষ পর্ব।

আজকের এই শুভদিনের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘জন্মদিনের জন্য আলাদা করে কোনো আয়োজন করছি না। পরিবারের সবার সঙ্গে দিনটি কাটাব। পাশাপাশি ভক্তদের সঙ্গে চলবে শুভেচ্ছা, ভালোবাসা বিনিময়।’

‘ফেরাতে পারিনি’ গান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘এ গানের কথা লিখেছেন কবির বকুল। সুর করেছি নিজেই। সংগীতায়োজনে ছিলেন রাজা কাশেফ। শাহরিয়ার পলকের পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন নিলয় আলমগীর ও সালহা খানম নাদিয়া।’

ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসায় নিজের জন্মদিন উপলক্ষে ‘কে আপন কে পর’ সিরিয়ালের একটি বিশেষ পর্ব নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, স্টার জলসা তাদের জনপ্রিয় সিরিয়াল ‘কে আপন কে পর’র একটি পর্ব নির্মাণ করেছে। সেটি আজ প্রচার করবে তারা। কোনো চ্যানেলে নিজের জন্মদিন উদযাপন করতে দেখা অন্যরকম এক ভালো লাগার বিষয়। এমন ভিন্নধর্মী আয়োজনের জন্য স্টার জলসা পরিবারের কাছে আমি কৃতজ্ঞ।’