• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

যে কারণে ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে ‘জ্বীন’

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯  

 

 

চলতি বছরের শুরুতে শুরু হওয়া জাজ মাল্টিমিডিয়ার একমাত্র চলচ্চিত্র ‘জ্বীন’। ধরনের বিচারেও এটি বাংলাদেশের জন্য একেবারে আলাদা প্রেক্ষাপটের ছবি।
শুটিং আগেই শেষ হয়েছে। সম্প্রতি ডাবিংও শেষ হলো। ছবির অন্যতম নায়ক সজল জানালেন, বাংলাদেশের জন্য ‘জ্বীন’ নতুন প্যাটার্নের একটি ছবি। এতে ভিএফএক্স-এর অনেক কাজ করা হয়েছে।
তিনি বলেন, ‘দুদিন হলো ডাবিং শেষ করলাম। এতে কাজ করে সত্যিই এক্সাইটেড! পুরো কাজ করে ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট। আসছে ভালোবাসা দিবসে ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে।’
কিন্তু ‘জ্বীন’ তো খানিকটা হরর ঘরানার ছবি। নাম তো বটেই, গেল ৩১ অক্টোবর প্রকাশিত ছবিটির মোশন পোস্টার থেকেও অনুমান করা যায়, ছবিটির মধ্যে রয়েছে ভৌতিক কিংবা অতিপ্রাকৃত একটি বিষয়। এমন ছবি ভালোবাসা দিবসে কেন? জবাবে সজল বলেন, ‘গল্পটি ভালোবাসারও। এর বেশি কিছু আগাম বললে চমক নষ্ট হবে।’
‘জ্বীন’-এ সজলের বিপরীতে আছেন পূজা চেরী। আরও আছেন রোশান-মুন জুটি।
এক ফ্রেমে ছবির দুই জুটিছবির নির্মাতা নাদের চৌধুরী বলেন, ‘‘বেশ বড় ফ্রেমের ছবি ‘জ্বীন’। সব কাজ গুছিয়ে এনেছি। এখন চলছে মুক্তির প্রস্তুতি।’’
এদিকে পূজা বলেন, ‘ছবিটির নাম থেকেই স্পষ্ট এটি আলাদা কনসেপ্টের গল্প। দর্শকরা যার রেশ দেখতে পেয়েছেন আমাদের মোশন পোস্টার থেকে। এটি দেখে আমি নিজেও ভড়কে গিয়েছি। আশা করছি ভালো এবং নতুন কিছু হবে।’
এদিকে ‘জ্বীন’-এর গল্প প্রসঙ্গে এর প্রযোজক ও গল্পকার আবদুল আজিজ আগেই বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ইসলাম ধর্মে যে জিন-পরীর সম্পর্কে বলা আছে সেটিই মূলত উঠে আসবে এর গল্পে। ছবিটি তৈরি হয়েছে গ্রামীণ আবহে। যেখানে জিনকে কেন্দ্র করে অতিপ্রাকৃত ঘটনা তুলে ধরা হবে। এই ধরনের ছবি আমাদের এখানে আর হয়নি।’
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াও নিশ্চিত করেছে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে আসছে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি, ২০২০)।