• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

‘মাইনকার চিপায়’ তিন তারকা (ভিডিও)

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০  

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার সঙ্গে আছেন আরও দুই তারকা শ্যামল মাওলা ও শরিফুল রাজ। এই তিনজনকে নিয়ে নির্মিত হয়েছে ওয়েব চলচ্চিত্র ‘মাইনকার চিপায়’। ইতোমধ্যে নাম ও চরিত্র নিয়ে ওয়েব চলচ্চিত্রটি রহস্যের জাল বুনেছে। ২৭ অক্টোবর প্রকাশিত হয়েছে এর ট্রেলার। যা দেখে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তবে সব রহস্যের সমাধান আসবে আগামী ৯ নভেম্বর। কারণ, এদিন অনলাইন প্ল্যাটফর্ম জি-৫-এ মুক্তি পাবে এটি।

ওয়েব ফিল্মটি নিয়ে ২৭ অক্টোবর আয়োজন করা হয় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন। সেখানেই এটির পরিচিতি ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। এতে জি-৫ গ্লোবালের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা অর্চনা আনন্দ ঘোষণাগুলো দেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সাবেক সংস্কৃতি মন্ত্রী, সাংসদ ও এশিয়াটিক সোসাইটি ৩৬০-এর ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান নূর। আরও ছিলেন ওয়েব চলচ্চিত্রটির পরিচালক আবরার আতহার, আফরান নিশো, আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা সাহা মিমসহ অনেকে।

জি-৫-এর গ্লোবালের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা অর্চনা বলেন, ‘বাংলাদেশে আছে অফুরন্ত সব প্রতিভাবান শিল্পী ও নির্মাতা। আমরা আমাদের প্ল্যাটফর্মে তাদের কাজ রাখতে চাই। এখানকার স্থানীয় গল্প ও স্বাদে জি-৫-কে সমৃদ্ধ করতে চাই।’

তিনি আরও জানান, জি-৫-এর আরও তিনটি বড় প্রজেক্ট হচ্ছে। যেগুলোতে নির্মাতা হিসেবে কাজ করছেন শিহাব শাহিন, অনম বিশ্বাস, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও পার্থ সরকার। এদিকে ‘মাইনকার চিপায়’ প্রসঙ্গে জানানো হয়েছে, এটি মূলত তিন যুবকের গল্প। একটি রাতের কিছু ঘটনা এতে উঠে আসবে। যেখানে একেবারে ভিন্ন লুকে এসেছেন আফরান নিশো, শ্যামল মাওলা ও শরিফুল রাজ।

তবে ট্রেলার প্রকাশিত হলেও বোঝা যায়নি এর গল্প। কখনও তাদের গ্যাংস্টার মনে হয়েছে, কখনও বাউণ্ডুলে যুবক। চলচ্চিত্রটির নায়ক নিশো জানান, ৪০ মিনিটের এই চলচ্চিত্রটি দেখার আগে এর আসল গল্প বোঝা যাবে না।