• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

‘পুনর্জন্ম’র অন্তিম পর্ব নিয়ে সচেতন ভিকি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ মে ২০২৩  

চ্যানেল আইয়ের সাড়া জাগানো ‘পুনর্জন্ম’-এর তিন কিস্তি দর্শক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছিল। ভিকি জাহেদের পরিচালনায় যেখানে মূল চরিত্রে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
ডার্ক-থ্রিলার ও সাসপেন্সে ভরা এ নাটক সব শ্রেণীর দর্শকের মন জয় করে। দর্শকপ্রিয় এ নাটকটির অন্তিম পর্বের ঘোষণা দিলেন ভিকি। জানালেন, আসন্ন ঈদে চ্যানেল আইয়ের দর্শকরা বহুল প্রতীক্ষিত পুনর্জন্ম এর অন্তিম পর্ব দেখতে পারবেন।

নির্মাতা জানান, ‘পুনর্জন্ম’ ইউনিভার্সের শুটিং প্রক্রিয়াধীন। কোরবানির ঈদে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে নাটকটি।

আগের মতো নিশো-মেহজাবীন ছাড়াও ‘পুনর্জন্ম’ ইউনিভার্সে নওশাবা, মুকুল সিরাজসহ আগে যারা তারা সবাই থাকবেন বলে জানান ভিকি জাহেদ।

‘পুনর্জন্ম’-এর প্রথম দুই কিস্তিতে অভূতপূর্ব সাড়া পেয়েছিলেন। শেষ পর্ব বানাতে গিয়ে একটু বেশি সচেতন থাকতে হচ্ছে? ভিকি বলেন, এতো জনপ্রিয় একটি কাজের শেষ দেখাতে যাচ্ছি তাই অনেক বেশি যত্নশীল ও সচেতন থাকতে হচ্ছে। গল্পে অনেকগুলো রিভেঞ্জ থাকবে, যেহেতু ইউনিভার্স চরিত্রগুলোও বেশি থাকবে পাশাপাশি এবার ৮০ মিনিটের কনটেন্ট হবে। দর্শকদের যে প্রত্যাশা সেটা যেন পূরণ হয় সেই টার্গেট নিয়ে কাজ করছি।

সর্বশেষ গেল বছরের ১ অক্টোবর চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সম্প্রচার হয় ‘পুনর্জন্ম ৩’। এরপর রিলিজ দেয়া হয় চ্যানেল আই প্রাইমের ইউটিউবে। সেখানে লাখ লাখ দর্শক নাটকটি দেখেছেন, করেছেন তুমুল প্রশংসা।

২০২১ সালের জুলাইতে চ্যানেল আইয়ের উদ্যোগে ‘পুনর্জন্ম’ নির্মিত হয়েছিল। প্রথম কিস্তিতে নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়। এরপর একই বছরের অক্টোবরে প্রচারিত হয় ‘পুনর্জন্ম ২’। নাটকে আফরান নিশো-মেহজাবীন ছাড়া অভিনয় করেছেন নওশাবা, শাহেদ আলী, মুকুল সিরাজ, খায়রুল বাসার প্রমুখ।