• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

আজ কিক ডে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩  

ভ্যালেন্টাইন সপ্তাহ তো গেল। শুরু হয়েছে অ্যান্টি-ভ্য়ালেন্টাইন উইক। নামটা দেখেই বোঝা যাচ্ছে এ সপ্তাহের সঙ্গে ভালোবাসার সম্পর্ক নেই।
১৫ থেকে ২২ কিন্তু ঐ আজীবন অশান্তি ভোগ করার মতো। যার শুরু হচ্ছে থাপ্পড় দিবস দিয়ে। তারপরেই লাথির পালা। এবার এর আগে শুভ বসাবেন না অশুভ সেটা অবশ্য়ই আপনার ব্য়াপার। তবে এর অন্তর্নিহিত অর্থ জানতে ভুলবেন না।

মন বদলে গেলেও একসঙ্গে থাকা দুইটি মানুষের জন্যেই ক্ষতিকারক। মন ভাঙা গড়া যতদিন চলতে থাকে, ততদিনই জীবন সুন্দর।

সপ্তাহভর প্রেমের উদযাপন তো হলো। এবার তবে উদযাপন হোক প্রেমের উলটো পিঠের? সে উদযাপন (অ্যান্টি-ভ্যালেন্টাইনস সপ্তাহ) অবশ্য শুরু হয়েই গিয়েছে। ভ্যালেন্টাইন ডে-র একেবারে পরদিন ছিল স্ল্যাপ ডে, তারপর দিন, মানে আজ কিক ডে। তবে এর মানে আক্ষরিক অর্থে কিক বা লাথি মারার দিন মোটেও না। আপনার প্রাক্তনের প্রতি যাবতীয় আবেগকে কিক করুন, যা গিয়েছে, তাকে যেতেই দিন।

আর পুরনোকে ধরে বসে থাকবেন না। মন বদলে গেলেও একসঙ্গে থাকা দুইটি মানুষের জন্যেই ক্ষতিকারক। মন ভাঙা গড়া যতদিন চলতে থাকে, ততদিনই জীবন সুন্দর। তাই দম আটকে দেওয়া ভাবনাদের নিমেষে কিক করে এগিয়ে যান সামনে। ভালো সময় আসছে খুব শিগগির। হ্যাপি কিক ডে!