• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আমেরিকায় সৌদি পাইলটদের প্রশিক্ষণ বন্ধ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

সৌদি আরবের পাইলটদের প্রশিক্ষণ দেয়া বন্ধ রেখেছে আমেরিকা। ফ্লোরিডা অঙ্গরাজ্যের এয়ার স্টেশন পেন্সাকোলা নৌঘাঁটিতে গুলি চালিয়ে এক সৌদি তিন মার্কিন সেনাকে হত্যার ঘটনায় প্রশিক্ষণ বন্ধ রেখেছে আমেরিকা।

মঙ্গলবার মার্কিন সামরিক কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিরাপত্তার বিষয়টি চিন্তা করেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।

মার্কিন নৌবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট আন্ড্রিয়ানা গেনুয়ালডি বলেন, সোমবার থেকে সৌদি বিমান বাহিনীর প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কর্মকাণ্ড বন্ধ রয়েছে। 

আমেরিকার আরো একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেছেন, নেভাল এয়ার স্টেশন পেন্সাকোলা, নেভাল এয়ার স্টেশন হুইটিং ফিল্ড এবং নেভাল এয়ার স্টেশন মেপোর্টে সৌদি প্রশিক্ষণার্থীদের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

নেভাল এয়ার স্টেশন পেন্সাকোলা (ইনসেটে সাঈদ আশ-শামরানি) সৌদি আরবে বর্তমানে ৮৫০ জন ছাত্র সামরিক প্রশিক্ষণের জন্য রয়েছে তার মধ্যে ১৭৫ জন বিমান বাহিনীর সদস্য।

গত শুক্রবার সৌদি আরবের সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মদ সাঈদ আশ-শামরানি ফ্লোরিডার নেভাল এয়ার স্টেশন পেন্সাকোলায় হামলা চালিয়ে আমেরিকার তিন সেনাকে হত্যা করে। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। হামলার পর মার্কিন প্রশাসনের কর্মকর্তারা এবং আইনপ্রণেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে বাঁচানোর চেষ্টা করছেন।