• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মিয়ানমারের যুদ্ধাপরাধ তদন্তে জাতিসংঘের তহবিল বরাদ্দ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯  

 

রাখাইনে রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে মিয়ানমারের যুদ্ধাপরাধ তদন্ত করে দেখার জন্য তহবিল বরাদ্দ দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। জাতিসংঘের ৩০৭ কোটি ডলারের এই তদন্ত তহবিলে প্রথমবারের মতো সিরিয়া ও মিয়ানমারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর ‘এপি’।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রোহিঙ্গা মুসলমান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হত্যা, গ্রেপ্তার, নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। এ দিনই মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তে তহবিল বরাদ্দের ঘোষণা দেওয়া হয়।

মিয়ানমারের বিরুদ্ধে শুক্রবার আনা নিন্দা প্রস্তাবে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে পক্ষে ভোট পড়েছে ১৩৪টি। আর বিপক্ষে ভোট পড়েছে ৯টি। এছাড়া ২৮টি দেশ ভোটদান থেকে বিরত ছিল।

নিন্দা প্রস্তাবে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে উত্তেজনা প্রশমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহবান জানানো হয়েছে।

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে গত ১১ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। গত ১০ থেকে ১২ ডেসেম্বর এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে মিয়ানমারের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সু চি। শুনানির পর প্রায় দুই সপ্তাহ কেটে গেলেও এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি আন্তর্জাতিক আদালত। এর মধ্যেই মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তে তহবিল বরাদ্দের ঘোষণা দিল জাতিসংঘের সাধারণ পরিষদ।