• শনিবার ০৩ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

শরীয়তপুর বার্তা

বাখমুতে ওয়াগনার গ্রুপের ২০ শতাংশ সৈন্য নিহত হয়েছে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

ইউক্রেনে গত বছরের ফেব্রুয়ারি থেকে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বাখমুত দখল করতে টানা ১০ মাস রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এই অঞ্চলে যুদ্ধের দায়িত্বে ছিল ওয়াগনার গ্রুপ।
এই যুদ্ধে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রায় ২০ হাজার সদস্য নিহত হয়েছে। বুধবার (২৪ মে) গ্রুপটির প্রতিষ্ঠাতা এই দাবি করেছেন। তার দাবি, বাখমুত দখল করতে ওয়াগনার গ্রুপের অনেক সদস্য নিহত হয়।

ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করার জন্য ৫০ হাজার বন্দিকে নিয়োগ করা হয়েছিল। কিন্তু তাদের মধ্যে ২০ শতাংশই নিহত হয়েছে।

সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত রাশিয়ার দখলে এসেছে বলে দাবি করে রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার। শহরটি দখলের জন্য বহু হামলা চালিয়েছে ওয়াগনার গ্রুপ।
 
এছাড়া বাখমুত দখলে নিয়োজিত সেনাদের অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি।