• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে জাটকা সহ ২ জেলে আটক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪  

শরীয়তপুর প্রতিনিধিঃ ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনও মৎস্য দপ্তর যৌথ অভিযান চালিয়ে  বুধবার(২৮ ফেব্রুয়ারী) শরীয়তপুর - চাঁদপুর মহাসড়কের  ভেদরগঞ্জ  উপজেলার চরকুমারিয়া ও নারায়ণপুর ইউনিয়নের  সীমানার গাজিপুরা এলাকায় অভিযান চালায। এ সময় ৫ মন জাটকা ইলিশ মাছ,২ টি ব্যাটারি চালিত অটোরিকশা সহ ২ জনকে আটক করে। 

পরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম এর নেতৃত্ব তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইজনকে ১৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন। জব্দকৃত অটোরিকশা নিলামে তোলা হবে। আর  জাটকা মাছ ১০ টি এতিমখানায় বিতরন করা হয়েছে।

ভেদরগঞ্জ উপজেল সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম  জানান, ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অসাধু জেলেরা কারেন্ট জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছ শিকার করে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে মৎস্য দপ্তর  উপজেলা প্রশাসন যৌথ  অভিযান চালায়।

এ সময় ৫ মন জাটকা ইলিশ মাছ, ২টি অটোরিকশা সহ দুইজনকে  আটক করা হয়। আটককৃত জাটকা ১০ টি এতিমখানা বিতরণ করা হয়। অটোরিকশা নিলামে তোলা হবে।