• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে আ.লীগের কর্মীকে কুপিয়ে হত্যা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ মার্চ ২০২৪  

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক আওয়ামী লীগ কর্মীকে  কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের সমর্থকদের বিরুদ্ধে । শনিবার (০১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের সাকিম আলী মাদবরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল মাহমুদ ওরফে মন্টু বেপারী (৫৫) সাকিম আলী মাদবরকান্দি গ্রামের  আরশেদ আলী বেপারীর ছেলে। সে জাজিরা উপজেলা আওয়ামী লীগের কর্মী। হামলার ঘটনায় বাবু বেপারী, মুসা বেপারী নামের দুইজন আহত হয়েছে।

পুলিশ জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এমদাদ মাদবর ও মন্টু বেপারীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও দুপক্ষের মধ্যে একাধিক হামলা  ও মামলার ঘটনা ঘটে। শনিবার একটি পারিবারিক অনুষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মন্টু বেপারী। এসময় মাদবরকান্দি গ্রামে পৌঁছলে এমদাদ মাদবর, সালাম বেপারীসহ ২০/২৫ জন তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এসময় মন্টু বেপারীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, মন্টু বেপারী ও এমদাদ মাদবরের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলছিল। আজ মন্টু বেপারী, তাঁর ছেলে ও ভাতিজা পারিবারিক দাওয়াত শেষে বাড়ির দিক যাচ্ছিল বাড়ির কাছে পৌঁছলে এমদাদ-সালামের লোকজন তাদের হামলা চালায়। এসময় মন্টু বেপারীকে কুপিয়ে হত্যা করা হয়। তাকে উদ্ধার করতে গেলে মন্টু বেপারীর ছেলে ও ভাতিজা আহত হন। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।