• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার জব্দ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৫ জুন ২০২৪  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় চারটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ( ৫ জুন )সকালে  উপজেলার পদ্মার শাখা নদীতে পৃথক চারটি অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায়। নিউ বিসমিল্লাহ ব্রিকস সংলগ্ন  ভেদরগঞ্জ-সুরেশ্বরগামী পদ্মার শাখা নদীতে অবৈধ ড্রেজার চালানোর সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরাসরি নদী থেকে বালু উত্তোলনরত অবস্থায় পাইপসহ দুইটি ড্রেজার মেশিন। পাশের চরপাইয়াতলী গ্রামে আরও দুইটি ড্রেজার মেশিন বালু উত্তোলনের প্রস্তুতি নেয়ার সময় পাইপসহ  ঐ দুইটি ড্রেজার মেশিনসহ মোট চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম বলেন, পদ্মার শাখানদী থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু দষ্যুরা বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে নদী ভাঙনসহ প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ভাবে ক্ষতি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে চারটি ড্রেজার মেশিন জব্দ ও দুটি ড্রেজার অপসারন করা হয়েছে। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।   এ অভিযান চলমান কার্যক্রমের অংশ হিসেবে আগামীতেও অব্যাহত থাকবে।