• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে জেলেদের মাঝে বাছুর বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১০ জুন ২০২৪  

শরীয়তপুর প্রতিনিধিঃ তালিকা ভূক্ত জাটকা জেলেদের মাঝে বিনামূল্যে ২০ টিকে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ভেদরগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সরকার এ সব গরুর বকনা বাছুর বিতরণ করে। সরকারের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়  জেলা মৎস্য অফিসারের কোঠা থেকে এ সব  বকনা বাছুর বিতরণ করা হয়।

রবিবার (৯ জুন) বিকাল ৩ টায় ভেদরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে মাঠ থেকে  বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী মোঃ রাজিবুল ইসলাম।ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন িউপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আতিকুর রহমান মিয়া,একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মস্তফা কামাল,উপজেলা আইসিটি অফিসার আজমল হুদা মিঠু।

উপজেলা নির্বাহী অফিসার মোঃরাজিবুল ইসলাম  বলেন,সরকারের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা আওতায় আজ উপজেলার ২০ জনকে একটি করে গাভী দেয়া হয়।  সরকার জেলেদের ভাগ্য উন্নয়নের জন্য নানান উদ্যোগ নিয়েছে। তাদের বিকল্প কাজ ও নিশিধ্য সময় জাটকা ধরা থেকে বিরত রাখার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। জেলেরা সরকারে  দেয়া সহায়তা গ্রহনের মাধ্যমে  ইলিশ সম্পদ রক্ষায় অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।